বিশ্রী সুন্দর সকাল হয়তো আসবে না আর এ নগরে
হয়তো আসবে না বিবর্ণ কাক আমার সাদা জানালায়।
ফিরে আসো তবুও হৃদয়ের অসুখ আবার এই সন্ধ্যায়
ফ্রিজের মতো ঠান্ডা নিয়ে হেঁটে হেঁটে এই ঘরে সেই স্বরে
স্বপ্ন থেকে জাগিয়ে দাও যেন আমি নীল চাবুক দিয়ে
তাড়াতে পারি সংখ্যাহীন মশা; আমার হৃদয় আজ
দারুণ বেদনার গ্রন্থাগার তুমি এসে পড়ো সমুদ্র-কবিতা
অথবা ফুলের পাপড়ি হাতে নিয়ে ছুঁড়ে দাও ঘ্রাণ।
স্মৃতি অস্ত যাক আমার ওষ্ঠের নদীতে, ফিরে আসুক
অজস্র ঢেউ তোমার পিঠে আছড়ে পড়া চুলের মতো-
কোটি কোটি ঘাস বুকে নিয়ে শুয়ে আছি স্তব্ধতার বুকে
কোটি কোটি কষ্ট নিয়ে জেগে আছি মগজের নৌপথে
পরিত্যক্ত পেট্রোল পাম্পের মতো ইদানীং জীবনে
চেয়েছি গাড়ির হর্ন ফিরে আসুক ফিরে আসুক বিদ্যুৎ
ফিরে আসুক পাখি বৃক্ষ ফিরে আসুক তোমার হাত,
তোমার পিঁপড়ের কামড়ের মতো মৃদু ভয়ের চুম্বন
ধীরে দ্রুত ফিরে যাক-আসুক অতীতের সব কারবার।