পৃথিবীতে আসার দৌড়ে
দ্বিতীয় যে শুক্রাণুটি প্রত্যাখ্যাত হলো প্রেমিকার দ্বারা—
বেদনায় বেদনায় সে এখন মস্ত দৌড়বিদ।


রাতের উদ্যত শিশ্ন হতে যখন ছড়িয়ে পড়ে অন্ধকার
ধীরে ধীরে কষ্টের সরীসৃপ বেরিয়ে আসে স্নায়ুর মাঠে,
বুকের এই সমতলে হরিণের দল দাঁড়িয়ে থাকে ভয়ে
তারা জানে দৌড়ে হেরে গেলে
হারিয়ে যাবে কারও কারও জীবন।


বসন্তের বাতাসে যে পাতাটি ঝরে গেলো প্রথমে
সফল হওয়ার আনন্দ তার মাঝে নেই;
পুরাণের নদীর মতো স্নিগ্ধ খুনের পর
কে কাকে ছেড়ে এলাম এটি একটি আপেক্ষিক বিষয়।


আমাদের ভেতরে তবুও কারা জেগে থাকে?