এক খণ্ড শাদা মেঘ দুচোখে নিয়ে  ঘুরেছি পথে পথে-
ইটের বুক থেকে ফিরে আসা বাতাসে ছিলো সুখ
ছিলো গোপন গভীর আর্তি প্রান্তরের সবুজ ঘাসে।
আমার আঙুলে লেগে আছে বিচ্ছেদের নীল নক্ষত্র
শার্টের পকেট থেকে বেরিয়ে গিয়েছে পুরোনো ঘ্রাণ,
অনন্ত শীতে সুখের কাঠ পুড়িয়ে নিয়েছি দুঃখের ওম।
ভালো ছিলো অতীত ছিলো সুখ তোমার খোঁপায়
ছিলো শান্তি জলের কিনারে ফোটা কচুর ফুলে-
সময়ের ঘোড়া নিয়ে এসেছে জীবনের লাল দ্বীপে!
খুঁজে ফিরি আমি শালিকের পালক এখানে ইটের ঘ্রাণ
বুকের ভেতর জলজ আলোয় দেখা তোমার মুখ।
জেনেছি জীবন কোন এক বনে হারিয়ে যাওয়া শিশু
আমাদের শাদা চুলের ভেতরে গোপন গভীর চিন্তা।