দীর্ঘতর হয় রাত তোমার মাথুরে
কার বসবাস হায় তব দেবীপুরে
নীরদ নয়নে রোজ থাকি প্রতীক্ষায়
কাহারে স্বপনে তুমি রাখো মমতায়!


ফুলের সৌরভ সদা তোমার তনুতে
উজোর কমল চোখ অগাধ অণুতে
অহর্নিশি নির্নিমেষ চেয়ে থাকি রোজ
তুমি নাও যার খোঁজ সুতীব্র নিখোঁজ।


কত সমুদ্র দুচোখে রোজ নিয়ে ঘুরি
নাটাই তোমার হাতে অসহায় ঘুড়ি
তবুও ওড়ি আকাশে হঠাৎ দুপুরে
করুণায় ওগো দেবী ডাকো যদি সুরে!


যে তোমারে পেয়ে যাবে সহজ চেষ্টায়
হারাবো তোমায় তবুও সুতীব্র তৃষ্ণায়
ঢেউহীন সাগর নেই মেদিনীর বুকে
থাকো তুমি রেখো তুমি অবাধ সুখে।


বিরহ আমৃত্যু সখা পেয়েছি আস্বাদে
অগ্নি অবতার তুমি দেবীসন্ত রাধে
ইচ্ছে ছিলো নদী হবো তুমি হবে জল
ঠোঁটে ঠোঁটে গাঢ় হবো অমল নির্মল।