পৃথিবীর সব গন্ধের শেষে থাকে দুর্গন্ধ—
তবুও ভালোবাসি
যা কিছু ত্যক্ত হতে হতে হয় পরিত্যক্ত।


জীবনের ভেতরে বাস করে জীবনেরই দুর্গন্ধ
সুখের ভেতরে বাস করে সুখেরই দুর্গন্ধ
আলো নেই মানে আলো আছে, এই বাসনায়
ফিরে আসবে সে পৌরুষেয় বেদনার গল্প শুনাতে।


নিশীথ শব্দের ভেতরে থাকে নৈঃশব্দের দুর্গন্ধ
কোথাও নেই সুখের একচ্ছত্র দুপুর, অমল দৃশ্য
লয়ের ভেতরে রয়েছে যেসব তীব্র বিলয়ের দাগ
মুছতে মুছতে মানুষ চলে যায় মানুষের ঠিকানায়।


সবকিছু পচে যাবে—সময় নারী ভাষা বেদনা
এইসব রাতের গল্প কফিশপ পার্ক বই সঙ্গম;
সময়ের গতির কাছে পরাজিত হতে হতে
গন্ধের শরীর থেকে শুকে নিও দুর্গন্ধের নিশ্চিতি।