রাতের এইসব পথে পথে
ডিসেম্বরের নিশির শিশির হৃদয়ে মেখে
মনে হয় আজ চলে যাই শরীরের সীমানা পেরিয়ে
কোনো এক আকাশের নক্ষত্রের মাঠে
যে দাঁড়িয়ে আছে অন্তহীন অন্ধকারে
শীত রাতের উজোল সব কবিতা বুকে নিয়ে।


কোনো কোনো সময় হৃদয় আরও একাকী হতে চায়
আরও গভীরে ডুব দিয়ে শান্তি খুঁজতে চায়
রাতের গভীরে সমুদ্রের সামনে
কিংবা কোনো এক গহীন চরে যে জীবন হাঁটেনি একা
ছুঁয়ে দেখেনি শিশিরসিক্ত ঘাসফুল
নরম নরম শস্যের শরীর
সুউচ্চ পাহাড় থেকে ঝরনার উচ্ছলন
যে হৃদয়কে কখনো ডাকেনি রাতের মেদুর অরণ্যের গোপন
সে জীবন মরে গিয়েছে দূষণের ভিড়ে।


মাঝে মাঝে নিজেকে পরিত্যক্ত মনে হলে সুখ পাই
রাতের কুকুরের জ্বলজ্বল চোখের দিকে তাকালে
ভুলে যাই জীবনের সব ক্লেদ
চেয়েছিলাম ঘ্রাণের মতো সহজ এক জীবন
তোমাদের নগরের এইসব দৌড়ে ক্লান্ত হতে হতে
মনে হয় এই গভীর রাতে
হিমেল বাতাসে উড়ে উড়ে চলে যাই সুদূরমগ্নতায়।