আবেদনময়ী সন্ধ্যার প্রেমে পড়েছে সকাল—
তাদের কখনও মিলন হবে না জেনেও
পৃথিবী ঘুরতে থাকে সূর্যের চারপাশে।
হরিণীর রূপে মুগ্ধ হয়ে চাঁদ প্রতিরাত করে মাস্টারবেশন
সুস্বাদু তরল ছড়িয়ে পড়ে পৃথিবীর জলে;
জগতের বর্ণমালা তৃষ্ণার দূষণে দূষিত হলেও
ব্যাপক ব্যাপনে জেগে থাকি—
মূল ক্ষয়ে গেলে আমরা সবাই ছিন্নমূল।