গভীর হয়েছে সময় এবার ঘুমাও নারীসত্তমা
এখানে বুকের ভেতরে শুধু তোমারই উপমা,
স্নায়ুর শহরে একা একা কোথায় যাও রোজ
এখানে তোমার জন্য হচ্ছি সুতীব্র নিখোঁজ।
চারিদিকে মৃত মাছের ঘ্রাণ সুতীক্ষ্ণ জীবন ব্যথা
নিরাময় তুমি প্রবল দিতে পারো আরোগ্য কথা,
জলের অধিক জল আছে বুকে ও চোখে
বছর জুড়ে ভুগছি ভীষণ শোক ও অসুখে।
আঙুলে আঙুলে রাত্রি এখন স্পর্শেরা উপোষী
তুমি আসলে আলো আসবে অধরা রূপসী,
কায়মনোবাক্যে চাই তোমাকে জন্ম জন্মান্তর
এই গৃহে গীত আছে যদি পাই তোমায় নিরন্তর।