শরীরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি
ভঙ্গিমার বিচিত্র ও সচিত্র বেদনা।
চোখ মেলতেই তুমি জীবিত হও
চোখ বুঝতেই বেহাত হও তুমি;
কতিপয় শব্দের জন্য দীর্ঘতম নির্বাসন বুকে নিয়ে
আটকে আছে পাতারা জলের কিনারায়
যেন আমি।


কামের বর্ণমালায় সুদক্ষ নই
সমারূঢ় হতে পারিনি মাংসের বসন্তে—
আদি উৎস হতে জয়ী হতে হতে
পরাজিত হওয়ার সাধ জেগেছে তোমাকে দেখে।
সাধনার অধিক তুমি সুনীল মিতালি
তাই জলের বুকে ঢিল ছুড়ে মারি।


আমার আত্মা খুঁজে বেড়ায় যেসব স্বাদ
যে পারে দিতে অন্ধকারে তাকেই দিই অমল সুন্দর।
মোহকে দমন করতে গিয়ে
পুড়ে গিয়েছে ডাহুকের ডানা, সোনালি বোতল।
অলস চুলের ওষ্ঠ হতে উড়ে যাওয়া হলুদ বিকাল
সূর্যাস্তের সাথে ডুবে যায়—
জীবনের ভেতরে রয়েছে ঘুমিয়ে জীবনেরই দুর্গন্ধ।