অদৈব ও দৈব এই দ্বন্দ্বের মাঝে
হে আমার করাতের নিচে পৌরাণিক স্নায়ু
সূর্যমুখী ফুলের জীবনচক্র ভুলে
নৈঃশব্দ্যের নৈতিকতায় তুমি
কোথায় পাবে নিরুদ্দিষ্ট গোলাপের ঘ্রাণ?


স্বপ্রেম ভুলে বাড়িয়েছি লক্ষ কোটি আঙুল
যদি ভুল জালে আটকা পড়ে কিছু ধ্বস্ত রঙিন
জেনেছি যখন কঠিন কঠোর গোপন
নিরাশ্রয়ের মতো কোনো আশ্রয় নেই
হে প্রিয়তমা বিশ্বাসের সূর্য পরিণত হয়েছে চাঁদে
আলোহীন এই সুদীর্ঘ শীতের রাতে
আমাদের দিকে অচিন সরীসৃপ ফণা তুলে এগিয়ে আসছে।


বদলে যাবে স্তনের গতিবেগ
শিশ্ন থেকে হারিয়ে যাবে প্রাগৈতিহাসিক জীবন
স্থলের দখল শেষে বিরাটকায় তিমিরা খুঁজে বেড়াবে
সভ্যতার সমস্ত সুকোমল ফল
স্বাদ নষ্ট হলে কেমন করে খাবে এইসব সময়?


যা-কিছু ছিলো এতদিন আমাদের
হে করাল মারণাস্ত্র
দুর্ভেদ্য দেয়াল ভেদ করে তুমি নিয়ে যাচ্ছো
নিরঙ্কুশ সবুজের আস্বাদ
হাঁটার অক্ষমতায় যারা পেরুতে পারবে না অন্তহীন ধাঁধা
মন ও আত্মার আয়ু ফুরাতে ফুরাতে
কারা জন্ম নিচ্ছে আপাত-অবাস্তব ল্যাবরেটরিতে?