কেউ কেউ পরাজিত হতে গিয়ে জয়ী হয়
কেউ জয়ী হতে গিয়ে মেনে নেয় পরাজয়!
কারা যেনো ফুলের ভার বুকে রোজ হেঁটে যায়
যদিও চারিদিকে ঘনঘোর অন্ধকার—
তবুও কেউ কেউ স্বপ্ন আঁকে, স্বপ্নে বাঁচে ও বাঁচায়।


দুপুরের বৃষ্টিতে কতিপয় মেহগনি হাঁটতে হাঁটতে
চলে যায় সবুজ শান্তির খোঁজে—
আর কিছু কিছু পাখি উড়তে জেনেও
স্থবিরতা শরীরে মেখে মেনে নেয় খাঁচার জীবন।
পোকাদের নিয়তি দেখে মনে হয় ভাগ্যবান
পাপে পাপে এই শরীর হয়েছে পূর্ণের সমান!


চারিদিকে যা দেখি কিংবা আমাকে যা দেখায়
দ্বিবিধ সত্তার মাঝে কারা যেনো পুড়ে যায়—
তবুও তো যাদের কথা ছিলো নির্মল জীবনের
রোজ রাতে অন্ধকারে কে ডেকে নিয়ে যায়?
যখন সোনালি বাসনের মাঝে নেই সেই আহার
হৃদয়ে প্রেমের দুর্ভিক্ষ, তবুও নেই হৃদয়ে অনাহার।