যারা করে রঙের বিনিময়
রাত্রির সাথে
ঢেউয়ে ঢেউয়ে বেড়ে যাচ্ছে জীবন।
ফুলদানির কথা ভেবে
ফুলের চাষ করে যারা তারা জানে
ফুলের শরীরে তুমি থাকবে
আর খুন হতে হতে
যে যুবক স্বপ্ন আঁকে সে শুকিয়ে যায়
স্বপ্নগুলো কেনো এত লাল ঝরায়?


উষ্ণতা ছড়িয়ে তুমি
চলে যাও অধরা
বিশ্বাসী বাতাসে ছুড়ে দিই সংযম
ঠিকানাহীন লিখি দীর্ঘ কবিতা
ধীরে ধীরে রং উঠে গেলে
তুমি হতাশ হবে তাই এই চলে যাওয়া।


সইতে জানে যে যত
ভাঙতে জানে সে তত
ভাঙতে ভাঙতে একদিন
ভেঙে যায় পূর্বপুরুষদের ঘর।
বনের আয়তন কমে আসে
মাছেদের আয়ু আসে ফুরিয়ে
যা কিছু ছিলো বিশাল প্রান্তরে
তা কেবলি তোমাদের।


চিরকালের জাল ফেলেছি বারবার
নশ্বর জলে
দুহাতে সংশয় পান করেও
বাজিয়েছি বহুদূরের বাঁশি।
যাকে ভুলতে চাই
বিদায় বিদায়
হরিণের মাংস ক্ষুধা মিটালে
আমরা সবাই বিদায়।