সময়ের ডাব ঝরে যাবে আজ
বসে আছি
মাছি ওড়ছে
কাক ডাকছে
ঘোড়ার শব্দ ম্রিয়মাণ হলে সূর্য জাগে মেহগনির পাশে।
মনের পাশে অনেক আর্বজনা
মানুষের হাতে হাতে চাঁদ ওঠে
ধানের খেতের পাশে একটি সাপ আছে শুয়ে
তেমন শিকারি নেই
শিকারও তেমন নেই আজ আর
গরুর লোমের ভেতরে
শীতের সতেজ ওম নেই আর।
কলসির জল প্রিয় তোমার
খোঁপার ভেতরে পাখি
কাগজে নেই দাগ,
আমাদের ডাংগুলি খেলার মতো সময় নেই আর
চারিদিকে ব্যাকরণ
আমার হাতে সভ্যতার ট্রিগার
রাতের নক্ষত্রের মাঠে একা হেঁটে হেঁটে তারপর
করি নিজেকে শিকার।