প্রণতি গ্রহণ করো ওগো সর্বময়
চির তন্নিষ্ঠ আমি পেখনুঁ দেশময়,
রচি সঙ্গীত এক ফুলেল পৃথিবী
রন্ধ্রে রন্ধ্রে আজি পূর্ণ সমজীবী।
চারিদিকে ঘনঘোর ঘন আন্ধারে
ভাসছে মৃত মাছ জলের শরীরে,
পদবাচ্যব্যয় করি আপন ভুবনে
নিজেই চুপি সদা নিজ কাননে।
যুবতী দুপুর এবে তবুও থমথম
বনসাই করি ছাটাই স্নায়ু-গরম,
সময়ের সমীরণে একা বুনে যাই
রথী-মহারথীগণ আছেন কোথায়?
দেখাও আলো তুমি ক্ষত শত শত
আমরা তোমার দাস কুর্নিশে রত,
হৃদ হতে ঝরে কেবলই সুরধুনী
প্রজাবেশে যা বলো সবকিছু শুনি।
সসীম রূপে হেরি অসীম অনন্ত
পথ কি সৃজে কভু প্রাগ্রসর পান্থ?
অন্ধের নগরে আলো করিয়া বিক্রি
নতজানু হও তুমি মেনে নাও ডিক্রি।