রচি তোমার নামে নব নব গান
ওগো সন্ত নারী সৌন্দর্যে অম্লান,
সহজ প্রাণের স্বাদ কোথায় পাবে
সহজ জীবন তুমি নিজেই রচিবে।
যে নদী যত গভীর বয় তত নীরবে
যে প্রেম যত তীব্র সৃজি তত সৌরভে,
প্রণতি জানাই নিত্য ওগো স্নিগ্ধকান্তি
জটিলে জটিল হয় বাড়ে বিভ্রান্তি।
ফণায় দমন করো কুসুমে বসবাস
স্বরূপে দাঁড়াও তুমি কাটাও অধ্যাস,
জলও ছল জানে আঁখি ছলছল
লীলারসে আস্বাদিত পৃথিবী নির্মল।
বিমল হেম তুমি প্রাণের মন্দাকিনী
পূর্বরাগ নয় জেনো ওগো তনু-লাবণী,
জানি না কেমনে সহিব তোমার মাথুর
তুমি যদি রাত্রি হও আমি হবো ভোর।