এখানে দৃশ্যরা খেলা করে যেন ছোট ছোট শিশু
এখানে দৃশ্যরা নাচতে নাচতে চলে যায় আঁধারে
এখানে নরম সব ধানক্ষেতে—বুকের খুব গভীরে
কার কথা মনে হতে হতে দূরে উড়ে যায় পাখিরা!


অলৌকিক রঙেরা যেন নবোঢ়া সেজে বসে আছে
হাওরে হাঁসের ঝাঁক দুলে দুলে ফিরে সন্ধ্যার স্নেহে
জলের বুকে প্রেম জাগিয়ে চলে যায় মেদুর নৌকা
টমেটোর খেতে ঝরে পড়ে জীবনের হলুদ শিশির।


হৃদয়ে অনেক ক্লেদ—বহু ক্লান্তি—সংখ্যাহীন নির্বেদ
ভেদ হয়ে যায় স্নিগ্ধ পেলব ঘাসের সাথে আড্ডা মেরে
এখানে সন্ধ্যা নামলে জীবনের এত স্বাদ কোথায় পাই
চিটা ধানের মতো উড়ে উড়ে চলো মিশি শূন্যতায়।


এখানে আকাশের ওষ্ঠ মিশে যায় হাওরের অধরে
ছোট ছোট ঘরগুলো যেন মনে হয় রাতের নক্ষত্র
এখানে শস্যের শরীরে কত স্নিগ্ধতা রূপকথা বুনে
এখানে পথেরা চুপে চুপে শুধু তোমারই কথা বলে।