আমার আত্মা পাপী হতে চায়
পাপের জন্যে সে প্রার্থনা করে নারীর কাছে
শোক করে গভীর রাতে।
নরকের শাস্তির লোভে সে ছুটে যায় নদীর কাছে
ফুলের ঘ্রাণ শুঁকে শুঁকে তার অবসর কাটে;
যে আগুনে পুড়ে যাবে শরীর, বিষে পাবে যন্ত্রণা
যে প্রকৌশলে আমার আত্মা হবে অত্যাচারিত
শুধু সে আশায় আমি উৎসব করি জলের কাছে,
বলি আমাকে নিক্ষিপ্ত করা হোক আগুনের ওষ্ঠে
আমার শীতল অধর চুমো খাক পাপীদের সামনে
আমার হাড়ে চাবুক মারা হোক অনন্তকাল
যেনো আমি জয় করি দণ্ডিত মানুষের হৃদয়।
আমার ভেতরে ঘুরে ঘুরে আসে নরকের বিশ্বাস
আমি সে বিশ্বাসকে আস্থায় পরিণত করি,
অতঃপর আমি নরকের নর্তকীদের বলি নাচো, গাও
আমার আত্মাকে পুষ্ট করো শান্ত করো তৃপ্ত করো।