পাপ ছিলো সমস্ত শরীরে
তুমি এসে চুম্বনে চুম্বনে মুছে দিলে।
পাপ ছিলো ওষ্ঠে
পাপ ছিলো বুকে
দশটি আঙুল জুড়ে
শীত বসন্তের ছাদে
স্নায়ুর নদীর জলে
চুম্বনে চুম্বনে তুমি মুছে দিলে
জনতার চোখের সামনে
চৌরাস্তার মোড়ে
সংযমের চরম ক্ষণে ক্ষণে
চুম্বনে চুম্বনে।
যা ছিলো পাপ বোধের অতীত
যা ছিলো পাপ দৃশ্যের অতীত
তুমি এলে নতর্কী বৃষ্টির মতো
নবান্নের সুখ নিয়ে
নক্ষত্রের নীরবতা নিয়ে
এ পাপের দেশে
এ পাপীর হৃদয়ে
তুমি পাপনাশিনী।