করোটির ভেতর খেলা করে অনেক খেলোয়াড়-
উল্লাসে কাঁপায় ঠোঁট, পরাজয়ে কাঁদায় চোখ,
বাসের ড্রাইভার নীরবে বাস চালিয়ে যাবে তবুও।
খেলা করে খেলা করায় লাল নীল হলুদ বাক্য-
ফুটবলের মতো ক্লান্তি খেলা করে চোখের ভেতর
ক্রিকেটের মতো ভ্রান্তি নেচে যায় স্নায়ুর ভেতর
তবুও মাছ শিকার করে যায় নগরের সব যুবক।
হাডুডু শব্দের মতোন গাঢ় শান্তির পাশে নাচে কষ্ট
দাবার হাতি হারিয়ে দুচোখে দেখি আজকাল তামাশা
আমাকে নাচায় লাল নীল হলুদ শব্দ, কিছু ধ্বনি।
হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে যাব প্রত্যাশিত ঘরে-
করোটির ভেতরে স্টেডিয়ামের মতো এক বিকেলে
তোমার খুঁজে এসে খেলতে এসে জয়ের আশায়
পরাজয় বুকে নিয়ে খেলা করে খেলা দেখে সবাই।