আয়নার সামনে নিজেকে দাঁড় করি, করাই
ধীরে ধীরে নক্ষত্র ক্লান্তি নিয়ে ডুবে যায় নীলে
নিজেকে দেখি, নিজেকে দেখতে হয় মাঝে মাঝে
পরিচিত মুখও বদলে যায় সময়ের নিভৃত ফণায়।
আমার চোখ আমার চোখের দিকে তাকায়
আমার মুখ আমার মুখের দিকে তাকায়
শার্টের ঘ্রাণ আলো থেকে ফিরে আসে শার্টে,
একদিন চিলের সাথে আমিও কাটিয়েছি রাত
বিড়ালের সাথে খুঁজেছি জীবনের, সময়ের শিকার।
নিজেকে ভেঙে ভেঙে সাজাই
নিজেকে নেড়ে নেড়ে দেখি, দেখাই
এলার্ম ঘড়ি চিৎকার করে বলে
সময় হয়েছে ঘুমানোর, ঘুমাও।