ঘুমাও আমার দু'চোখ, জাগতিক মরণব্যাধি ক্লেদ ভুলে
শান্তিতে ঘুমাও এবার, অমল স্নিগ্ধ শান্তির সমীরণে—
মানুষের মুখ দেখার সাধ ভুলে গিয়ে খুঁজেছি পালক
পলাতক হতে গিয়ে ফের ফিরে এসেছি জলতৃষ্ণায়;
মায়াবী কুহকের মোহে পড়ে বারবার ক্ষত-বিক্ষত এই
হৃদয় চেয়েছিলো জীবনের কাছে বসন্তের কিছু রঙিন!
আমার পুরুষহৃদয় বুঝতে পারে না তোমাদের ভাষা
তোমার ভাষাও বুঝেনি কোনোদিন বেদনার্ত পিপাসা।
গভীর রাতে মানুষেরা ক্লান্ত হলে এলিয়ে দেয় শরীর
নরম মাংসের উপরে, এই স্বাদ ছিলো না কল্পনায় তাই
নিরেট ভাষার ভেতরে গুঁজে মরে এক প্রেমিক হৃদয়;
যারা মনে হয় বুঝেছিলো ক্লান্তিরে সন্ধ্যার বিষণ্ণ বৃষ্টি
তারাও চিনেনি আমায়, দূরত্ব বেড়ে যেতে যেতে বৃক্ষ
হই তবুও কেনো ভাবছে এইসব শত শত রাতের শব—
এবার ঘুমাও, আমার বিক্ষত হৃদয়, সমস্ত খেদ ভুলে।