কেউ একজন চেয়েছিলো চিতার সাথে দৌড়ে হবে জয়ী
হেরেছে বারবার, শামুক ধীরে ধীরে অতিক্রম করে যায়
জানালার ওপাশে চুপ করে দাঁড়িয়ে থাকে রাতের চাঁদ
মনে হয় আকাশ থেকে লাখ লাখ বালতি আলো এনে
সাজাবে চারপাশের তুমুল অন্ধকার, নখ ঝলসে যায়-
মূল থেকে মূল আলাদা হতে হতে হয়েছে খুব উন্মূল।
হাতে নিয়ে দেখে একটি আপেল, অনেক দিনের ক্ষুধা-
ভেতরে গভীর পচন, বহুদূরে বীজ থেকে গজায় লাল
কোথাও ওড়ে যেতে চায়, একটি নীল ফুলের ঘ্রাণ আস্তে
ছুঁয়ে যায় মন, দাঁড়িয়ে থাকে বিকালের বিপরীতে একা।
কে যেন চিতা হতে চেয়ে এখন শামুক হলেই খুশি
চোরাবালি এড়াতে গিয়ে ডুবে গিয়েছে সময়ের সাগরে।