ভোরের নরম আলো ধীরে ধীরে শুষে নেয় শিশির
তার প্রেমিকা, তাদের যৌথ চুম্বনে নেমে আসে সন্ধ্যা।
সবুজ ট্রেন স্টেশন ছেড়ে পৌঁছে যাবে কারও বুকে
বুকের গভীরে, রাতে শহরের গালে আঁকা হয় স্মৃতি।
নতুন ভোর নামে গ্রামে, খালের পাশে, নীরবে চিলের মতো
পার্কে ধূসর রোদ শুয়ে থাকে চিপসের প্যাকেটের দেহে-
নারীর চোখ, এখানে মায়া খেলা করে সঙ্গমরত সাপের মতো
কতবার ছুঁতে গিয়ে ছুঁয়েছি নীল হ্যালুশিনেশনের শরীর।
তবুও সময় চলে যায় শৈশবের প্রথম ট্রেনের মতো
মাথার ভেতরে স্নায়ু ভেদ করে ওঠে স্মৃতির উদ্ভিদ  
পরিচিত শরীরের ঘ্রাণের মতো এ শীতে কিছু ফুল চাই
চাই পরিচিত মুখের পাশে আরও কিছু সময়।