কেউ আমার ক্লান্তিগুলো একটু সরিয়ে নিক
আমি আর কিছুই চাই না,
পৃথিবীর নদীর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই।
রঙিন রাতের লোভে ছুটতে ছুটতে
আমার আশরীর আজ বেদনার ব্যাপকভূমি।


কেউ আমার ক্লান্তিগুলো অমল ওষ্ঠে শুষে নিক
সযতনে সাজিয়ে রাখুক তার শাড়ির সূর্যাস্তে।
এইসব হাড়ের ভেতরে বয়ে যাওয়া সংশয়
দুঃসহ পলির স্মৃতি বুকে নিয়ে জেগে থাকা শরীর
থেকে কেউ গণ্ডূষ ভরে পান করুক আমাকে।


কেউ একজন হঠাৎ পাশে বসে অবাক করে দিক
কতদিন ধরে অবাক হওয়ার মতো কিছুই ঘটেনি!
এই দুচোখে ফের ফিরে আসুক উদগ্র প্রতীক্ষা
আঙুলে আঙুলে বাড়তে থাকুক স্পর্শের উৎসব
কেউ একজন এসে কাঁধে কাঁধ রেখে বলুক
আজ থেকে এইসব গল্পগুলো শুধুই আমাদের।