কেবলি ভেঙে পড়ে অসহায় আর্তিতে
পায়ের কাছে শুয়ে থাকা এক ছায়ার জীবন
যে রাতে এক নিভৃত আলো হতে চেয়ে
তীর্থের নেশায় থেকেছি অভুক্ত
নষ্ট কিছু লিচুর মতো পড়েছি ঝরে ঝড়ো বাতাসে।
ওড়িয়ে দিতে দিতে সংখ্যাহীন কাগজের টুকরো
যেখানে একদিন ছিলো স্বপ্নক্লান্ত যৌবন
আজ এই বৈরী দুপুরের ক্লেদজ বৃষ্টিতে
জাবরকাটা এক অসহায় বিষণ্ণ ষাঁড়ের মতো
নিজের কঙ্কালকে সাজাই দূষণের দীর্ঘ সৌন্দর্যে।
বন্দি হয়ে গিয়েছি যে জীবনের কাছে, সময়ের কাছে
রঙের গোপন কক্ষ হতে জীবনের রঙ খুঁজতে গিয়ে
দেখি পেকে গিয়েছে আমাদের একান্ত ধানের জমি
জীবন সমস্ত শরীরে তেল মাখা এক ঝানু চোর।