আজন্ম একা।
বধির পৃথিবীতে
আমার শব্দেরা
তৃষ্ণায় ও প্রার্থনায়
কাকে যেনো খুঁজছে
সকালের নাস্তায়
                         দুপুরের কোলাহলে
সন্ধ্যার কফিশপে
                           রাতের রাজপথে।
বুকের নৈঃসঙ্গ্য হতে
দীর্ঘতর হতে থাকে ছায়া
এখনও আলো হাতে
খুঁজে যাই
নিরুদ্দিষ্ট রাজহাঁস।
নদীর শরীর হতে
মুছে গেলে জলদাগ
ফুলের গোপন হতে
হারিয়ে গেলে সব ঘ্রাণ
কাকে শুনাবো আমি স্নায়ুভর্তি নির্বেদ?


যেদিকে তাকাই
অন্তহীন ছাই
যেদিকে হাত বাড়াই
কিছুই নাই।
ডাকলেও যাই না
আমি এক আয়না
দোলালেও দুলে না
আমি এক দুলনা।