মাটির ভেতরে
বেঁচে আছি ক্ষয়ে ক্ষয়ে
বিকৃত চেহারা নিয়ে
স্বপ্ন দেখি যখন ছিলাম মানুষের ঘরে
আদরে আদরে
যখন গাঢ় দুপুরের পথ মিশে যায় রাতের খোঁপায়
ফুলগুলো সব চোখ হয়ে
তাকিয়ে থাকে এক নিশানায়—
আমি আদি প্লাস্টিক
মৃত্যুর কাছে করি মৃত্যুর যাচনা।