এক অস্পষ্ট আলোয়
ভেসে আসে আরেক অস্পষ্ট মুখ।
জ্যামিতিক ভাঙচুরে
ম্রিয়মাণ হতে হতে
সৃষ্টি হয় বিভ্রম—।
আমির শূন্যতাজ্ঞপক পূর্ণতা
বলেছিলো অস্ফুটস্বরে
আমাকে খুঁজো না কখনও অলস দুচোখে।


ডানা নেই
তবুও উড়ে যাচ্ছে বিষণ্ণ মেঘদল
উড়ে যাচ্ছে জীবনের রঙিন
ক্রমাগত শূন্যতার দিকে;
ডানা নেই, তবুও তোমার ভোরের শরীর
ভেসে ওঠে স্নায়ুর আয়নায়।


নৈঃশব্দ্যে জেগে থেকে
ঘুমিয়ে পড়ি কোলাহলে—
কখনও জেগে কখনও ঘুমিয়ে
হাঁটতে থাকি নিজেরই চারপাশে।
ধীরে ধীরে চূর্ণ হতে হতে
এলোমেলো ও বিচ্ছিন্ন ভ্রমণ শেষে
ভুলে যাই ইন্দ্রিয়ের রং।


সৌন্দর্যের দিকে তাকাতে গিয়ে
খেয়াল করিনি
আমার দিকে চেয়ে আছে জীবনের কদর্য
মধ্যপন্থি নই—
যে আমি হেলে পড়ে
একদা সৌন্দর্য ছিলো তারও বিশ্বস্ত বিস্ময়।