বাঘের থাবার মতো সুদৃঢ়
কিংবা উদ্যত পতাকার মতো উচ্চকিত
বাংলার কৃষকের পেশির দিকে তাকালে দেখতে পাই
মানচিত্র জুড়ে ছড়িয়ে আছে নৈঃশব্দ্যের মেঘ
যেকোনো সময় আকাশ ভেঙে ঝরে পড়বে শহরে
কিংবা খবরে খবরে ভরে ওঠবে সংখ্যাহীন দেয়াল।
পরিচিত রূপ নেই নদীর, সেইসব প্রত্নের খুঁজে কতবার
খুঁড়ে দেখেছি মাংসের পলিমার;
এত ঘাম আর যত্ন দিয়ে যে ফসল ফলাও তুমি
আমাদের উদরে দান করো রাতের ঘুম
তুমি কী ঘুমাতে পারো অভ্রনীল দু'চোখ?
কালহীন লাঙল বয়ে চলে আমার নিউরনে
সবুজ শান্তির স্বপক্ষে দিয়েছি স্লোগান
এক মুঠো যন্ত্রণা নিয়ে হেঁটেছি ধ্বংসের রাতে
ঝরঝরে ভাতের মতো পাইনি হৃদয়ের স্বাদ
হে কৃষকের পেশি, জায়মান দূষণে বিলীন হতে হতে
গান শোনাবে না কোনো অমল পাখি
আসন্ন রাতের কথা ভেবে
চলো, যেহেতু নশ্বর, হল্লা করি সুচতুরদের সাথে।