অস্তায়মান সূর্যের আলোর পাশে মৃত সিংহের শরীর
প্রেমহীন হতে হতে হয়েছে অবশেষে বিলীন
মরণের অধিক মরণ হয়েছে আমাদের।
একদিন অনেক আলিঙ্গন নষ্ট হলে
বীজের ভেতরে জয়ের ঘ্রাণ মুছে গেলে
তুমিও কি খুঁজবে আবার সতেজ শরীর?
ডুবন্ত জাহাজের পাশে যারা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে
আঁকড়ে ধরে মাটির পিপাসা
এঁকে চলে বর্ণিল দূষণ
তারাও স্বপ্ন বেঁচে দিয়ে হারিয়ে যায় অনুগত বাস্তবে।
ইতিহাসের হরিণ দৌড়াতে দৌড়াতে
পেরিয়ে যায় তৃণভূমি—
মৃত্যু জেনেও নেচে যায় নশ্বর হৃদয়;
বেদনার বাঘ বৈকালিক রৌদ্রে শুয়ে থেকে থেকে
ভুলে যায় শিকারের অনেক স্বাদ,
নির্মোহ মাছির সন্ধানে আমরা যারা আজও ব্যস্ত
স্রোত আর ধুলোয় কেটে যাচ্ছে বধির সময়।
মাছের আঁশের লোভে যারা ছুটে আসে
যারা বাস করে দু'চোখের আলো হতে দূরে
গভীরে সত্তার ঊর্ধ্বে যারা বেঁচে নেয় জলজ সাধ
জীবন ও জীবিকার মাঝে ঝুলে থাকে সেই মৃত সিংহ।