ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু শাদা কাগজ
বহুদিন ধরে
মাথার ভেতরে।


ধুলো পড়ে পড়ে
মলিন এখন
যখন রাতের আকাশ থেকে ঝড়ে
সংখ্যাহীন পালক
পৃথিবীর প্রৌঢ় মানুষের ভীড় ঠেলে
দূরে চলে আসি।


চারিদিকে আলো
অথচ আমার সরল দুচোখ দেখে অন্ধকার
আনমনে রুয়ে যাই তবুও আশার বীজ।
নিশ্বাস-প্রশ্বাস একটি নদী হলে
জীবন সেই নদীর মিলিত দুটি ধারা।