ধীরে ধীরে অদৃশ্য হতে হতে
আকাশের বিপরীতে জেগে থাকে মানুষের সভ্যতা—
সুদীর্ঘ শীতের শেষে
কেউ কেউ পেয়ে যায় সবুজ সমারোহণ।


দ্বিঘাত সমুদ্রের নীল বয়ে চলে ঘাতক সময়ের সাথে
কিছুই নেই এখানে
চারিদিকে ঘনঘোর পতন
তবুও তোমার কথা নিয়ে আসে সমুদ্রের শান্তি।
প্রনষ্ট ফলের ভেতরে যারা বিশ্বাসে কাটায় অব্যয় রাত
যারা জীবনের শীর্ষ থেকে ঝরে পড়ে
সমভূমির পরিধি জুড়ে নবজাতক রাত
কেবলি এগিয়ে চলে রক্তপ্রিয় দাঁতের দিকে।


আমরা যারা চাষাবাদ ফেলে শব্দের ফেরি করি
তাদের সইতে হয় পৃথিবীর সব বিষাদ,
নক্ষত্রের নরম ঘ্রাণ বুকের সাথে ঘষেছি স্নিগ্ধ বর্ষায়
সুখের নদীতে জাল ফেলেনি বলে
যারা পেয়েছে স্বাদ—সংখ্যাহীন প্রেমের রাত
তাদের জীবনের পাশে মানুষেরা করে ভীড়।


পৃথিবীর কোন অক্ষাংশে হেঁটে বেড়ায় তোমার শরীর
কোন দ্রাঘিমাংশে তুমি বসে আছো ধ্বংসের প্রতীক্ষায়
এখানেও বন্দর আছে
নোঙর করো যদি সূদরতমা
বুকের ভেতরে জন্মাবে আদিম ক্লান্তি, নেশা, স্বস্তি।
মৌলিক মৌচাক থেকে যারা নিয়ে গিয়েছে স্বাদ
সুনিশ্চিত পতনের পরেও আমাদের পৃথিবীতে
এখনও আশ্রয় আছে অবাধ।