আরাধনায় সঞ্চারিত হতে হতে
উপকূল ছেড়ে বিদায় নিচ্ছে হলুদ জাহাজ
আমার প্রতীক্ষার শেষ নেই জেনেও
তাকিয়ে আছি দুপুরের দিগন্তের স্তনের দিকে।
কেউ কি ফিরে এসেছিলো?
দীর্ঘ একটি দৃশ্যের সাথে এক যুগ বসবাস শেষে
তুমি কি ডেকেছিলে আমাকে মৌলিক ওষ্ঠে?
রক্তের সাধ নেই এমন বাঘের সাথে
ছিলো স্রোতের অনেক লেনদেন।
সময়ের নদীর সাথে হাঁটতে হাঁটতে
চলে এসেছি বহুদূরে—
শরীরে নেই আর আজ তেমন উত্তাপ
দমনের নেই প্রয়োজন
এবং আমৃত্যু কোনো সুখ নেই জেনেই
তোমার সাথে সুরে সুরে ঝরেছিলাম।
মুমূর্ষু নদীও জলে প্রকাশ করে তার দম্ভ
দেখায় অপ্রকাশিত অস্ত্রাবলি,
বসন্ত থেমে থাকে না—
গতি বাড়তে বাড়তে থেমে যায় স্থিতির প্রয়োজনে
তবুও প্রেমিকারা চলে যায় বুকের পশম হতে
ভঙ্গ করে দুচোখের রাত্রিচুক্তি।