চিন্তার ভেতরে সংখ্যাহীন রসুন
খুলতে খুলতে মনে হয়
ফুল আর বৃক্ষ এক না হয়েও এক
তুমি আর আমি এক হয়েও পৃথক!
বিশৃঙ্খলার ভেতরেও চিরকাল দেখেছি
কীভাবে শৃঙ্খল ঠোঁট নিয়ে
জল গড়িয়ে পড়ে মৃত্তিকার বুকে।


পাখার আয়ু কমে গেলে
পাখির আয়ু কমে আসে,
দিনের আয়ু কমে গেলে
রাতের আয়ু বাড়ে।
চিন্তার ভেতরে সংখ্যাহীন নদীর
জল ঝরনার দিকে ছুটে যায়
না কি ঝরনার জল নদীর দিকে
ভাবতে ভাবতে তুমি কার হয়ে যাও?


কিছু পথ নির্মাণের জন্য পুকুর খনন করি
পুকুর খনন করে কিছু পথকে নির্মাণ করি
নির্মাণ করতে করতে
এমনভাবে দগ্ধ হলে কে পারবে চিনতে?
সংখ্যাহীন বৃত্ত ঢুকে পড়লে
ভেতরে কিছু দ্রোহী ত্রিভুজ মুক্তির আকাঙ্ক্ষায়
আরও কিছু রেখায় আরও কিছু চিন্তায়
ক্রমশ হলুদ হতে থাকে।


দমনের সরীসৃপ সুযোগ পেলেই
তেড়ে আসে ফণা তোলে।
তোমার স্তনস্ফীতির নক-অন-ইফেক্টে
বেড়ে গিয়েছে দ্রব্যের দাম,
কারও কারও বুকের ব্যথা।
চিন্তার ভেতরে বাঘ ঢুকে পড়লে
হরিণ-জীবন নিয়ে দৌড়াতে দৌড়াতে দেখি
কাছে গেলে আগুন দূরে গেলে ধোঁয়া
আরও দূরে গেলে শূন্যতা।