সুখে থাকতে হলে নিজেকে স্বাধীন করতে হবে
নিজেকে স্বাধীন করতে হবে সব প্রত্যাশা হতে
নিজেকে স্বাধীন করতে হবে সমস্ত মায়া হতে।
এমন কোনো জীবনের চিত্র এঁকো না যা তুমি পাবে না
এমন কাউকে ভালোবেসো না যাকে তুমি পাবে না।
স্বাধীন করতে হবে নিজেকে অতিরিক্ত চিন্তা হতে
স্বাধীন করতে হবে নিজেকে দৈব আকাঙ্খা হতে
স্বাধীন করতে হবে নিজেকে সময়ের দূষণ হতে;
বলো আমি স্বাধীনতা ঘোষণা করছি সংকীর্ণতা থেকে
বলো আমি স্বাধীনতা ঘোষণা করছি সমস্ত লোভ হতে
বলো আমি স্বাধীনতা ঘোষণা করছি উৎকণ্ঠা থেকে।
যে ভালোবাসতে জানে না তাকে ভালোবাসতে যেয়ো না
যে ফুলের ঘ্রাণ বুঝে না তাকে সৌন্দর্যের কথা বলো না
যে শব্দের গভীরতা বুঝে না তাকে কিছুই বলো না।