এই হাত শ্রমিকের
এই হাত মজদুরের
এই হাত বিপ্লবীর
এই হাত শোষিতের।
এই হাত সত্তর বছর বয়সের একজন পিতার
যে মাথায় ইটের ভার নিয়ে ওঠে ছয়তলায়
এই হাত পঁচিশ বছর বয়সের এক তাগড়া যুবকের
যে বৈশাখের প্রখর রোদে সারাদিন মাঠি কাটে
এ হাত পঁয়ত্রিশ বছর বয়সের এক বিধবা বোনের
যে ষোল ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে গার্মেন্টসে।
এই হাত শোষণের বিরুদ্ধে
এই হাত অন্যায়ের বিরুদ্ধে
এই হাত অত্যাচারীর বিরুদ্ধে
এই হাত লুণ্ঠনকারীদের বিরুদ্ধে।
এই হাতে বিপ্লব আছে বাংলার পলিমাটির মতো
এই হাতে তেজ আছে বাংলার শস্য খেতের মতো
এই হাতে শক্তি আছে বৈশাখের প্রথম কৃষ্ণচূড়ার মতো।
তবে হে শোষক সাবধান
তবে হে শাসক সাবধান
এই হাত লড়তে জানে
এই হাত স্বপ্ন বুনতে জানে
এই হাত ভাঙতে জানে
এই হাত গড়তে জানে
এই হাত অস্ত্র তুলে নিতে জানে
এই হাত জয়ের পতাকা ওড়াতে জানে।