ভাসাও আমারে রঙের ভেতরে ভাসাও ভাসাও অন্তহীন
জন্মাবধি এই খেলায় এই মেলায় শেষ জানি না কোথায়
অচিন পথিক অচেনা পথে চলো এবার সূদুরের চুড়ায়
মায়াবতীর মায়া ভুলে চলো খুঁজি ফের দূর পৃথিবীর ঘ্রাণ।


পচনের প্রতিভায় দেখো তারা কীভাবে সহজে জিতে যায়
এখানে হরিণের ভূমিকায় বাঘেরা নিত্য অভিনয় করে যায়
শান্তির সবুজ রঙ বিবর্ণ হতে হতে দূষিত যৌবনবতী ফল
যদি এনে দাও সোনালি আপেল ভরে যাবে নন্দনকানন।


লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে কোনো এক সমুদ্রের শরীরে
মহাজাগতিক সুরে কে তুমি ডেকে যাও নিত্য এই আমারে
আটকে গিয়েছে যে জীবন জালে তারে তুমি কীভাবে পাবে
চলো চলো বর্ষাতি ভুলে চারিদিকে ঘনঘোর বর্ষা যখন।


সহজ রক্তের স্বাদে আজ স্নায়ুতে মশকের উদ্বেল উৎসব
জলের আয়নায় নিজেকে চিনতে না পারার ক্ষমাহীন এই
হতাশায় চলো তরী ভাসাও ভাসাও অচিনের সরলরেখায়
সময় গিয়েছে মরে—সময় তবুও পাখি হয়ে উড়ে এইখানে।