চলে যেতে হয় কেনো?
ফের ফিরে আসার জন্য কি
নাকি জীবনের তিনশো কোটি স্বপ্ন থেকে পালাতে?
চলে যাওয়ার বেদনায় বেদনায়-
তুমি ভালো থেকো হৃদয়ের গোলাপ
নিশ্বাসে সুঘ্রাণ ভেসে আসে তোমার চুলের।
কেনো যে এবার এমন হলো
কেনো যে এবার এমন হলাম
ঘুরে ঘুরে ভবঘুরে সন্ধ্যা কিংবা রাতে
গ্রিন রোডে এঁকেছি তোমায়।
ব্যস্ততায় ভালোবাসা বাড়ে আমার আঙুলে
যতটুকু দূরত্বে তুমি আছো
যতটুকু দূরত্বে আমি আছি
চলে যাচ্ছি স্বপ্নের ভেতর দিয়ে সময় নদীর স্রোতে।