সময়, চারিদিকে তুমুল ক্ষয়, নিয়ে এত এত হলুদ অপচয়,
কোথায় যাও, কাকে হারাও, কাকে ডুবাও, কাকে ভাসাও
নিয়ত বুক ভেঙে জন্মান্ধ এক ঘোড়ার মতো কোথায় যাও?


সময়, বুক-স্বপ্ন-নক্ষত্র-সমুদ্র ভাঙানের ভয়, এত তুমিময়,
এত এত বিষণ্ণ লাশ, মৃতজীবী দুপুর, হাঙর ও ব্যাধিঘর
বুকে নিয়ে বধির বাতাসে রুয়ে দিচ্ছো তোমার করুণ স্বর।


সময়, ব্যাবিলনের পথঘাট, সক্রেটিসের শেষ বাক্য, প্রাচীন
নদী, ডাইনোসর, নীটশের সন্ধ্যা, মহাজাগতিক দর্পণ, গান,
পিতামহের খাট, ভূমিরূপ, নক্ষত্রের অনেক আলো, এই ওষ্ঠ
তারা আজ কে কোথায়? সময়, তোমার কি হচ্ছে না ক্ষয়?


সময়, ধ্বংসই কি তোমার সঞ্চয়? ছুটে চলছে নদী নিরবধি,
নিয়ে আমি রাত্রি জাগি, দূরের জাহাজ তুলেছে তার নোঙর,
দ্রুতগামী বাস ছেড়ে যায় শহর, প্লাটফর্ম ছেড়ে যাওয়া শেষ
ট্রেন চলতে চলতে তুমি কি একদিন খাবে তোমারে, সময়।