মাঝে মাঝে এই চব্বিশ ঘন্টা সময়টা একটা বিদ্রোহ কিংবা বিপ্লবের মতো
এই চব্বিশ ঘণ্টায় কারও কারও জীবনে বয়ে যায় ঝড়
এক সকালের রোদ পরের সকালে নিয়ে আসে প্রলয়
হাসিমুখে দেখা দেয় অনন্ত আকাশের বিষাদের গ্রহণ।
এই চব্বিশ ঘণ্টার ভেতরে কেউ কেউ হারায় পিতা
কেউবা হারায় মাতার স্পর্শ, কেউবা হারায় গৃহ
কোন এক জনপদ হঠাৎ হারায় আমার মতো স্বাধীনতা।
এই চব্বিশ ঘণ্টায় কেউবা পায় সুখ, কারও হয় অসুখ
কেউবা বাঁধে ঘর, কারও কারও ভেঙে যায় ঘর
কেউবা ফিরে আসে দেশে, কেউ কেউ ছেড়ে যায় দেশ
কেউবা পেয়ে যায় সাধনার নারী, কেউবা হারায় সব।
এই চব্বিশ ঘন্টায় কারও ভাগ্য যায় খুলে, নীড়ে ফেরে না মা-পাখিটি
অপরিচিত মুখ হয় পরিচিত, পরিচিত মুখ হয় ওঠে অপরিচিত
কাউকে কাউকে ভুলে যেতে হয় প্রেমিকার ওষ্ঠের স্বাধ।
এই চব্বিশ ঘন্টায় পালটে যায় কারও বুকের ইতিহাস
কেউ কেউ খুনি হয়ে পালিয়ে বেড়ায় এখানে-সেখানে
কেউবা বিপ্লবী হয়ে পরিবর্তন আনতে চাই কাঠামোর
কেউবা তার হাতের ঘ্রাণ হারিয়ে ডুবে যায় অন্ধকার
একটি বাঘ শিকার না ধরার ব্যর্থতায় মারা যায়
অনেক পিঁপড়া জলে ভেসে যায়, মরে যায় নক্ষত্র।
এই চব্বিশ ঘণ্টায় আমাদের বুকে আসে বসন্ত
কখনও আসে শীত, আসে নতুন স্বপ্ন সাধ বিচ্ছেদ হতাশা
কেউবা সুখের গল্প শোনায় কেউবা কষ্টের গল্প বুনে
এই চব্বিশ ঘণ্টায় পৃথিবীর বুকে অনেক পাতা ঝরে পড়ে।