পঞ্চমাত্রিক ভাঙচুর হৃৎপিণ্ড নিয়ে
বিষণ্ণ মেঘদল
অবশেষে জীবনের জংশনে
ঝরে পড়ে টুনটুনি পাখির মতো
নির্মল অবিরল।
বনের শেষে
থমথমে দুপুরের ওষ্ঠে
যে তুমি এঁকে দিলে পিনদ্ধ চুম্বন
কালের কালো দুচোখ হতে
বয়ে চলে এক হলুদ ঝরনা—
জলজ অভিমান বুকে নিয়ে বেঁচে থাকে কেউ কেউ।
মুরগি-ছানার শরীরের মতো সুখদ জীবনের
শেষে যারা বুকে নদী নিয়ে
গভীরে আলোহীন এক জায়গায়
জমা রাখে অনেক স্মৃতি
কিংবা শেষ ট্রেনটির অপেক্ষায়
দাঁড়িয়ে থাকতে থাকতে
পাখিরা দলবেঁধে নীড়ে ফিরে আসে
আমাদের লক্ষ্যভেদী দৃষ্টি তখন
সৌন্দর্যের শরীর থেকে
নিয়ে আসে আরাধ্য পিদিম—
কেউ কেউ মাঝে মাঝে হন্তারক হতে চায়
বিস্কুট ভেঙে ভেঙে
জীবনকে ভুলে যেতে চায় জীবনের কুৎসিতে।