টাইলসের গুল্মরা হঠাৎ জীবনের আস্বাদে
দ্রোহী হয়ে উঠে—
হায় রাজহাঁস হায় স্নিগ্ধ ব্যাধি
তাকিয়ে থাকতে থাকতে
ফের নিষ্প্রভ হয়ে যাও কেনো?
জড়ের জীবনের সুখকে জলাঞ্জলি দিয়ে
কেই-বা হতে চাবে ম্লিন নদীর মাছ!


যুগপৎ যারা বয়ে চলে বহুজীবন
পাক খেতে খেত
নদী মরে গেলেও
সমুদ্র জেগে থাকে।
সহজ জীবনগুলো ধীরে ধীরে জটিল হতে হতে
মৌলিক অবয়ব পাল্টে
হায় মত্তমাধুরী হায় মেঘব্রততী
মুখোমুখি দাঁড়ানোর ভয়ে
রোজ পালিয়ে বেড়াও
কেনো নিগ্ন দর্পণ হতে?


যুগপৎ যারা বয়ে চলে বিকৃত মৃত্যু
বলতে না পারার সীমাহীন সীমিত
ভাষায় কাটে যাদের অনেক নির্মাণ
জাল ও জলের মাঝে
হায় সুরধুনী হায় মস্তিষ্কনীতি
কীভাবে ভাঙবো আমরা
আমাদের অনেক দেয়াল?