যেনো শুয়ে থাকা রোগী
ঝরা পাতারা
আমাকে রেখে কেনো
ঝরে যাও সুরে বেসুরে?


মৃত্যুর চেয়ে আনন্দ
পৃথিবীতে কি বিরল?
স্নায়ুতে স্নায়ুতে ঋতুমতী মেঘ
ডিনার শেষে চলে যায় করাল নিদ্রায়—
যারা শার্টের বোতামকে চাঁদ ভেবে
খুঁজে নিতে চেষ্টা করে হলুদ স্নিগ্ধতা
জলে ভেসে উঠা মৃত মাছের ন্যায়
ওগো সুন্দর সুদূর
অলৌকিক পেন্ডুলামে দুলতে দুলতে
সকালের শরীর ভেদ করে
করতলে অন্তহীন প্রতীক্ষা রেখে
জেগে থাকো কেনো ভ্রান্ত মতাদর্শে?


যেসব মাছেরা মানুষের সুদক্ষ স্বাদে হয়েছে লুপ্ত
স্বপ্নের ভেতরে তারা রোজ ভেসে উঠে
ঠোঁটের গভীরে দূরত্ব মুছে ফেলে চলে এসো আজ।


দুঃখের দৈর্ঘ্য কমে গেলে বেড়ে যায় দ্বিধার প্রস্থ
ত্রিকোণমিতিক চুম্বনের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে
প্লাটফর্ম ছেড়ে চলে যায় বধির ট্রেন।
দোআঁশ আশার স্মৃতি ফিরে আসে কফ হয়ে
ভুলতে গিয়ে আগ্নেয়গিরি কেনো জ্বলে উঠে?


কেউ কেউ তবুও শীতের শারীরবিদ্যায়
দক্ষ হতে হতে ভুলে যায় জীবনের নুন;
আমি সেই শীত চিরদিন অবহেলা পেতে পেতে
ওগো পদ্মাবতী ভুলে যাও কেনো প্রেমের স্বাদ
কষ্ট পেতেও কেউ কেউ তীব্র ভালোবাসে
কষ্ট পেয়েও কেউ কেউ তীব্র ভালোবাসে!