দূষিত যৌবন নিয়ে রাত্রি হেঁটে যায় এই যৌন সাহারায়
প্রাচীন তন্ত্রের দোহাই
আমাকে পৃথিবীচ্যুত করো না তুমি আর
এখানে নদীর জলে যদিও নেই স্নিগ্ধতা আর
তবুও ভালোবাসি যা কিছু ঘৃণা করি ভাষায়।


চুলের ভেতরে থেকে বেরিয়ে আসে সংখ্যাহীন হরিণ
সতেজ ঘাসের লোভে,
পৃথিবীতে কোথায় পাবে তুমি সেই অমল সৌন্দর্য
সেইসব মাঠ ও মানুষ
যা কিছু হারিয়ে যায় তারাই অস্তিত্বশীল।


আলোর ধারণা নেই যেহেতু অন্ধ এখন
চারিদিকে এই অন্ধকারে
কারা তবুও চোখে দেখে রঙিন?
বুকের সমতল থেকে ভেসে আসে সরীসৃপের ঘ্রাণ
এমনি করে প্রতিদান পেতে পেতে
মানুষেরা চলে যায় দূরত্বের সমান।


কেবলি তাদেরই ভাঙা যায় যাদের ভাঙা যায়
এবং ভাঙতে গিয়েও মাটির কলস
আরও স্থান দখল করে নেবে এই ভয়ে
কতদূরে যাবে তুমি গাণিতিক ক্লান্তি
দুর্গন্ধের থাবা থেকে সুঘ্রাণ কি রেহাই পায়?