আমাদের বর্তমানগুলো যেন আনওয়ানটেড প্রেগন্যান্সি
আমাদের সতেজ বন জুড়ে এখন দাউদাউ দাবানল
যে বীজ বপন করিনি সে শস্যেই পুষ্ট হচ্ছে এই শরীর।
আমাদের শার্টে ছিলো ঘাম আর স্বপ্নের যৌথ চাষাবাদ
আমাদের বাক্যগুলো ছিলো নিতান্তই আটপৌরে
আমাদের হৃদয়ে ছিলো সুউচ্চ শৃঙ্গ জয়ের পণ
একদিন আগাছাকেই মনে হবে বৃক্ষ এমন জীবন
প্রার্থনা করিনি বসন্তের কাছে, প্রেমিকার ব্রেসিয়ারে।
জীবন, জলের মতো সহজ জীবন চেয়েছি বারবার
সেইসব পরিচিত রাতের উল্লাস আর স্বপ্নগুলো ফের
ফিরে আসুক অতীত আজ আমাদের বর্তমানগুলোতে।
আমাদের শার্টগুলো দামি অথচ নিষ্প্রাণ
আমাদের খাবারগুলো পুষ্টিকর অথচ বিরস
আমাদের স্বপ্নগুলো পচে গিয়েছে কালিক বাতাসে
আমাদের ফুসফুস আক্রান্ত হচ্ছে হতাশার ক্লেদে।
আমরা কি এমনই জীবন চেয়েছিলাম, বন্ধুরা
এমন জীবন যেখানে আর কথা হয় না একরাশ হৃদয়ের
যেখানে তারুণ্যের নদী শুকিয়ে গিয়েছে ধীরে ধীরে।
আমাদের সপ্তাহগুলো টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে
আমাদের ভবিষ্যৎগুলো সবজির মতো পচে যাচ্ছে
আমাদের ক্লান্তিগুলো আমাদের হাড় থেকে ঝরে পড়ুক।