স্বপ্নাবৎ চাঁদ তার বীর্য ঢেলে দিচ্ছে আমার দু'চোখে—
হে দৃশ্যের সন্তান তুমি সৃষ্টি হতে না হতেই ক্রমাগত
বদলে ফেলো নিজেকে, বিবিধ-রঙা মুহূর্তে।


আমার ঘ্রাণেন্দ্রিয় জুড়ে শুধু হারানোর ঘ্রাণ
নৈঃসঙ্গ্যের হামানদিস্তায় নিজেকে চূর্ণ করতে করতে
পৃথিবীর কঙ্কালের পাশে স্বমেহন করে রাতের নদী;
কালের দূষিত জলে মাছেদের দীর্ঘ মিছিল শেষে
ফিরে আসি, যেমন করে আসতে হয় শীতের শিশিরকে।


এই শ্রবণেন্দ্রিয় কাটে তোমার প্রতীক্ষায়, তোমাকে তীব্র করে কাছে পাবার বাসনায় নীল সমুদ্র
আর কত রহস্য বুকে নিয়ে কাটাবে এই রাত;
চারিদিকে মায়াবী জীবনের হাতছানি, রক্ত-ক্লেদ
মেঘ নিয়ে আসে হাহাকার, এখনি বৃষ্টি হও
ভিজিয়ে দাও পলেস্তারা-ওঠা এই বিষণ্ণ দেয়াল।