ধীরে ধীরে ভুলে যাচ্ছি
ধীরে ধীরে ভুলে যেতে হয়।
ভুলে যেতে হয় প্রেমিকার চুলের মেদুর ঘ্রাণ
ভুলে যেতে হয় প্রেমিকার গালের নরম স্বাদ
ভুলে যেতে হয় তিলে তিলে হয়ে ক্ষয়।
ভুলে যেতে হয় পরিচিত রাতের শরীরের ইতিহাস
ভুলে যেতে হয় পরিচিত পথের সংখ্যাহীন অত্যাচার
উৎসবের সকালে হাঁটা স্মৃতির সবুজ প্রান্তর
এক এক করে ভুলে যেতে হয় তিলে তিলে হয়ে ক্ষয়।
কষ্টের বেদিতে রেখে আসা বেদনার পারফিউম
গোধূলির বিপরীতে দাঁড়িয়ে সমুদ্রের জলের শব্দ
করিডোর হতে করিডোরে হাজারো দিনের গল্প
ভুলে যেতে হয় তিলে তিলে হয়ে ক্ষয়।
ভুলে যেতে হবে, ভুলে যেতে হয় অতীতের আয়োজন
কী গভীর প্রয়োজনে চিবুকের কাছে রাত জেগে জেগে
পাঠ করা তোমার শরীরে হৃদয়ের রসায়ন।
ভুলে যেতে হয়, ভুলে যেতে হবে এই শ্রাবণে
আমার গোলাপের ঘ্রাণ তুমি হরণ করে
যখন বেজে ওঠবে অপরিচিত আঙুলের স্পর্শে-
ভুলে যেতে হয় ভুলে যেতে হবে তিলে তিলে হয়ে ক্ষয়।