সময় ভেঙে গেলে কত কত ফুল ঝরে পড়ে
তুমিও কোন এক অপরিচিত জীবনের মতো
হঠাৎ ঝরে গিয়ে হৃদয়ে আরও প্রেম বাড়াও।
আমাদের কি দেখা হয়নি ঘাসফুলের দুপুরে
পরিত্যক্ত পলিথিনের সাথে জীবনের স্বাদের
লোভে আমরা কি ঠোঁটাঠোঁটি করিনি শীতে?
বিরহের এই চক্র বুকে নিয়ে রাতকে জাগাই
সংখ্যাহীন ধুলো উড়তে উড়তে পৃথিবীর দুই
শহরে আমাদের হৃদয় ক্লান্ত হলে রোদ উঠে।
তুষার ঝরে পড়লে তোমার হৃদয় লাল হয়
আর অনুমিত রিক্তবক্ষে বপন করি উষ্ণতা
ম্রিয়মাণ পথে থেকে যাবে বাকি অনেক হাঁটা।
সময় ভেঙে গেলে পুরাতন দেয়াল ধসে যায়
আমাদের ভেতর থেকে এক বিরহমৃগ হঠাৎ
দৌড়াতে দৌড়াতে ছুটে যায় নিখুঁত শূন্যতায়।