কথা ছিলো তোমার সাথে দেখা হবে
কবে কবে কবে কবে করতে করতে
তুমি চলে গেলে ভিন্ন হয়ে অন্য শহরে।
কথা ছিলো তোমার সাথে সমুদ্রে যাবো
নক্ষত্রের আলোয় ভিজে ভিজে দুঃখ কমাবো
কথা ছিলো উত্তাপে উত্তাপে শীতল হবো
অচেনা এক স্টেশনের পথিক হবো
সেই স্টেশনে দাঁড়িয়ে আছি কবে কবে কবে
ফের দেখা হবে, কথা হবে, হবে গল্প দুজনার।
অব্যক্ত কথাগুলো নিয়ে হেঁটেছি কত শত রাত
মনে পড়ে যেদিন তুমি হয়েছিলে বেহাত
হৃদয়পোড়া আগুনে পুড়েছি একা একা
জানি আমি কখনো হবে না আর দেখা
কথা ছিলো তোমার সাথে দেখা হবে
কবে কবে কবে কবে করতে করতে
তুমি চলে গেলে ভিন্ন হয়ে অন্য শহরে।