তুমি চলে যাবে
এই বেদনায় তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে যায়
বিরহের সতেজ বহ্নিতে পুড়ে যায় মলিন শার্ট
হাতের রেখাগুলো হতে থাকে আরও অস্পষ্ট।
তুমি চলে যাবে
এই সঞ্চিত কষ্টে ঘুম ভেঙে যায় হঠাৎ শেষরাতে
বাতাসের ম্লান ঠোঁটে বেজে ওঠে বিদায়ের ধ্বনি
চোখের উপত্যকায় নেমে আসে বিষণ্ণ মেঘদল।
তুমি চলে যাবে
চলে যাওয়ার এই ব্যথায় দাঁড়িয়ে থাকি রাস্তায়
কানের কাছে বেজে ওঠে সময়ের ক্রূর সাইরেন
উচ্চণ্ড স্মৃতিচুর নিয়ে তাকিয়ে থাকি শূন্যতায়।
তুমি চলে যাবে
স্মরণে স্মরণে কাটাতে হবে একান্ত একাকিত্ব
এই শহরের সবচেয়ে প্রিয় খাবারে পাবো না স্বাদ
তোমার কথা মনে করে ঝরে যাবে অনেক পাতা।